Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
যুক্তরাষ্ট্রের টেক্সাসের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে হারিকেন হার্ভে। এর প্রভাবে সেখানে ঘণ্টায় ১৩০ মাইল বা ২১৫ কিলোমিটার গতিবেগের প্রবল বাতাস বইছে। শনিবার গভীর রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি।
মার্কিন আবহাওয়া দফতরের বরাতে বিবিসি জানায়, টেক্সাসে ১ মিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ পাশাপাশি সমুদ্রে পানির স্তরও অনেকটাই বাড়বে।
গত ১২ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা হারিকেনগুলোর মধ্যে চার নম্বর ক্যাটাগরির হারিকেন হার্ভে সবচেয়ে শক্তিশালী। এর আগে, ২০০৫ সালে উইলমা নামের এ ধরনের শক্তিশালী একটি হারিকেন যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছিল। উইলমার আঘাতে নিহত হয়েছিল ৮৭ জন।
হার্ভের আঘাতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্নসহ ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা রয়েছে। টেক্সাস থেকে সরিয়ে নেয়া হয়েছে ১০ হাজার লোককে। আবহাওয়াবিদদের ধারণা, হার্ভে আঘাত হানার ফলে টেক্সাসের বৃহৎ তেল পরিশোধন প্রতিষ্ঠানসহ তিন লাখ ২০ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হতে পারে।
ইতিমধ্যে টেক্সাসকে দুর্যোগপূর্ণ স্থান হিসেবে ঘোষণা করে ত্রাণ পাঠানোর নির্দেষ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে জানানো হয়, আগামী সপ্তাহে টেক্সাসে যাবেন ট্রাম্প।
শুক্রবার দেশটির আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়েছিল, হারিকেন হার্ভে তিন মাত্রায় আঘাত হানবে। এতে করে প্রতি ঘণ্টায় ১৭৮ থেকে ২০৮ কিলোমিটার গতিবেগে আঘাত হানার পর ঘরবাড়িসহ গাছপালার ক্ষতির আশঙ্কার কথা জানানো হয়। তবে, শনিবার তা বেড়ে চার মাত্রায় আঘাত হানছে হার্ভে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট বলেন, হারিকেন হার্ভে ক্রমশই বিপজ্জনক আকার ধারণ করছে।
ঝুঁকিপূর্ণ নগরীর বাসিন্দাদের বাহুতে সোশ্যাল সিকিউরিটি নম্বর লিখে রাখতে বলা হয়েছে। হারিকেনের তাণ্ডবে মৃত্যু হলে মৃতদেহ সনাক্তে এ ব্যবস্থা কাজ করবে। এদিকে, হোয়াইট হাউসেও খোলা হয়েছে কন্ট্রোল রুম। সূত্র: বিবিসি