সুইসাইডাল নোট লিখে আত্মহত্যার চেষ্টা সানির স্ত্রীর


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

ক্রীড়া ডেস্ক.



    ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে একাধিক মামলা দায়েরকারী ও স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা চিরকুট লিখে রেখে আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার বেলা ১১টার দিকে তাকে ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাসরিনের ছোট বোন শারমিন সুলতানা এ তথ্য জানিয়েছেন।

    তিনি বলেন, ‘নাসরিন সুলতানা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে জিগাতলার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে তাকে রাখা হয়েছে।’

    শারমিন বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে আপুর (নাসরিন) মোবাইলে সানি ভাইয়া কল করেন। এ সময় নাসরিন আপু বাইরে গিয়ে কথা বলেন। আপু তখন কান্নাকাটি ও চেঁচামেচি করেন। এরপর আপু সবাইকে লুকিয়ে ৫০টি ঘুমের ওষুধ খায়। তার আগে একটা সুসাইডাল নোট লিখেন তিনি।’

    তিনি আরও বলেন, ‘আমরা আপুর ঘুমের ওষুধ খাওয়ার বিষয়টি সকালে বুঝতে পেরে দ্রুত হাসপাতালে নিয়ে আসি।’

    প্রথম সুইসাইডাল নোটে নাসরিন লিখেছেন, ‘আব্বা-মা, আল্লাহর রহমতে দুই হাত জোর করে তোমাদের অনুরোধ করতেছি, দয়া করে আমাকে হসপিটালে নিও না। আল্লাহর দোহাই লাগে আমাকে আমার মতো মরতে দাও। আমার জন্য অনেক জ্বালা নিছ, আর নিও না। মরার পর মাটি দিও কিন্তু হসপিটালে নিও না প্লিজ। এতো অপমান সহ্য না করে মরে যাওয়া অনেক ভালো। প্লিজ আমাকে মরতে দাও। বিথী, কফিনের লকের পাসওয়ার্ড (পাসওয়ার্ডটি এখানে গোপন রাখা হলো) কফিনে ও ড্রয়ারের পার্সে (পাশে) সব ফাইল ও কাগজপত্র আছে make sure that sunny’র উচিৎ শাস্তি ও বিচার হয়।’

    দ্বিতীয় নোটে তিনি লিখেছেন, ‘it is not Suicide, ti’s a number. আমার আজকের এই অবস্থার জন্য শুধু সানি দায়ী। আল্লাহ যাতে ওর বিচার করে। আমার মৃত্যুর জন্য সানি দায়ী। নাসরিন।’

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ