সস্তায় মিলছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের টিকেট


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

ক্রীড়া ডেস্ক.



    বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট মাঠে বসে দেখতে চান? তাহলে আপনার জন্য আছে সুখবর। এবার সর্বনিম্ন ৫০ টাকাতেই পাওয়া যাবে টেস্টের টিকেট। আগামীকাল সকাল ১০টায় মিরপুরে শুরু হচ্ছে প্রথম টেস্ট। আজ থেকেই মিরপুর শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামের ইনডোরে বসানো অস্থায়ী বুথে পাওয়া যাবে টিকেট। খেলার দিন টিকেট মিলবে সেখানে।

    শুক্রবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি টিকিটের মূল্য তালিকা জানিয়েছে বিসিবি, পূর্ব স্ট্যান্ডের (সাধারণ গ্যালারি) টিকিটের মূল্য সর্বনিম্ন ৫০ টাকা, সর্বোচ্চ মূল ধরা হয়েছে ১০০০ টাকা (বিসিবি হসপিটালটি লাউঞ্জ ও বিসিবি ডাইরেক্টর লাউঞ্জ)।

    এছাড়া উত্তর ও দক্ষিণ গ্যালারি ৮০ টাকা। শহীদ মুস্তাক/জুয়েল স্ট্যান্ড ২০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৩০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ড (উত্তর ও দক্ষিণ) ৫০০ টাকা ধার্য করা হয়েছে। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ সেপ্টেম্বর, চট্টগ্রামে। সেই ভেন্যু টিকেটের দাম রাখা হবে সাধারণ মানুষের একেবারেই নাগালের মধ্যে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ