সাপাহারে পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি.



নওগাঁর সাপাহার উপজেলা সদরের কালি মন্দিরে উপজেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মন্মথ সাহার সভাপতিত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিভাস মজুমদার গোপাল।

বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক মাধব কর্মকার, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ। সভায় বক্তব্য রাখেন গোপাল মন্ডল, শচিন্দ্র নাথ প্রমুখ। সভায় আগামী ১৭ অক্টোবরের মধ্যে থানা সম্মেলন অনুষ্ঠানের ঘোষনা দেয়া হয়। সেই সঙ্গে আসন্ন শারদীয় দূর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের বিস্তারিত আলোচনা করা হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ