আইপিএলের চলিতি আসরে বৃহস্পতিবার একমাত্র ম্যাচে মুখোমুখি হচ্ছে গুজরাট লায়ন্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় খেলাটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স, সনি ইএসপিএন ও চ্যানেল নাইন।
আট ম্যাচের ২টিতে জিতে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। অপরদিকে সাত ম্যাচের ২টিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আটে আছে গুজরাট লায়ন্স।
এদিকে এবারের আইপিএল থেকে ছিটকে পড়ার শঙ্কায় ভুগছে কোহলির ব্যাঙ্গালুরু। মঙ্গলবার সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে ম্যাচটিতে জিতে ঘুরে দাঁড়াতে চেয়েছিল কোহলির দল। কিন্তু, বৃষ্টিতে ভেসে গেছে ম্যাচটি। তাই শেষ চারে (প্লে-অফ) ওঠাই তাদের কঠিন হয়ে পড়েছে।
এর আগে, কলকাতার সঙ্গে খেলে কুড়িয়েছে আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড। প্রথম আট ম্যাচে ব্যাঙ্গালুরুর জয় মাত্র দুটি। আট দলের মধ্যে তাদের অবস্থান এখন ছয় নম্বরে, পয়েন্ট ৫। লিগ পর্বে বাকি আছে আর ছয়টি ম্যাচ। শেষ চারে উঠতে হলে প্রতিটা ম্যাচই জিততে হবে কোহলি, গেইল, ডি ভিলিয়ার্সদের।
বাকি ছয় ম্যাচ জিতলে ব্যাঙ্গালুরুর পয়েন্ট হবে ১৭। আইপিএলের আগের নয় আসরে ১৬-এর কম পয়েন্ট নিয়ে দলের শেষ চারে ওঠার ঘটনা আছে মাত্র চারটি। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, কোহলিদের প্লে-অফে ওঠা কতটা ঝুঁকির মধ্যে পড়েছে!
দেখে নিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (সম্ভাব্য) একাদশ-
ক্রীড়া প্রতিবেদক. আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সম্প্রতি হালনাগাদ র্যাংকিংয়ের যে তালিকা প্রকাশ করেছে, সেখানে বাংলাদেশ সপ্তম স্থানেই আছে। তবে এক…
অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ