কারাগারে নিদ্রাহীন রাত কেটেছে ধর্মগুরু রাম রহিমের


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


    ধর্ষণ মামলায় সিবিআই কোর্টে দোষী সাব্যস্ত হওয়ার পর ভারতের স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে রোহটাকে সুনারিয়া জেলের একটি নির্জন সেলে রাখা হয়েছে। রাতে একটি রুটি ও এক গ্লাস দুধ খেয়ে কারাগারে ধর্মগুরুর নিদ্রাহীন রাত কেটেছে।

    কারাগার সূত্রে জানা যায়, অন্য কয়েদিদের মতোই মেঝেতে ঘুমানোর ব্যবস্থা ছিল। তার কারাকক্ষের সামনে পাহারায় রাখা হয়েছে ৪ রক্ষীকে।

    আরও জানা গেছে, আজ রবিবার ভোর ৫টা পর্যন্ত জেগেই কাটান রাম রহিম। এরপর এক ঘণ্টা যোগব্যায়াম করে ঘুমাতে যান তিনি।

    টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, কারাগারে রাম রহিমের সঙ্গে একজন নারী ভক্ত রাখা হয়েছে-এমন খবর অস্বীকার করেছেন কারা মহাপরিচালক কে পি সিংহ।

    তিনি বলেন, ‘অন্য কারাবন্দিদের মতোই আছেন রাম রহিম। কোনো বিশেষ সুবিধা তাকে দেয়া হচ্ছে না। এ ছাড়া বিস্তারিত আমরা জানাতে চাই না।’

    গতকাল বেলা সাড়ে ৩টার দিকে পঞ্চকুলা থেকে রাম রহিমকে হেলিকপ্টারে করে সুনারিয়া কারাগারে নেয়া হয়। হেলিকপ্টারে তার সঙ্গে যান পালক মেয়ে হানিপ্রীত ইনসান।

    শুক্রবার এক ধর্ষণ মামলায় রাম রহিমকে দোষী সাব্যস্ত করার পর হরিয়ানা ও আশেপাশের এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। হরিয়ানা ডিজিপি জানান, সহিংসতায় ৩৬ ব্যক্তি নিহত হয়েছে, আহত হয়েছে ২৬৯ জন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ