Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
বিনোদন ডেস্ক.
দক্ষিণী বা বলিউড, বর্তমানে দুই জয়িগাতেই সমানভাবে জনপ্রিয় তাপসী পান্নু। ক্যারিয়ারের সময়টা বেশ ভালোই যাচ্ছে অভিনেত্রীর। তাই এর মধ্যেই ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজিটি ধরছিলেন তিনি। আর বাজিতে জয়ীও হয়েছেন।
তাপসী অভিনীত দক্ষিণী সিনেমা ‘আনন্দ ব্রহ্মা’। কয়েকদিন আগে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পর থেকে বক্স অফিস সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে এটি। কিন্তু সিনেমাটির জন্য কোনো পারিশ্রমিক নেননি তাপসী। চুক্তি করেছিলেন ব্যবসায়ীকভাবে সফল হলে এর লভ্যাংশ নিবেন তিনি। দক্ষিণী সিনেমায় এ ধরনের চুক্তি খুব একটা দেখা যায় না।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তাপসী যখন প্রথম সিনেমার চিত্রনাট্য শোনেন তিনি খেয়াল করেন সিনেমায় কোনো নায়ক নেই, যা সিনেমার বাজেট ও এটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে কি না তা নিয়ে প্রশ্ন তৈরি করেন।
এরপরই তিনি সিদ্ধান্ত নেন, তার পারিশ্রমিক যেন কোনোভাবেই সিনেমাটির জন্য বাধা না হয়। তাপসী জানান, তিনি চিত্রনাট্যে বিশ্বাস করেন এবং নতুন কিছু করার তাগিদ থেকে সিনেমাটিতে অভিনয় করেছেন।
এ অভিনেত্রী বলেন, ‘বর্তমানে এমন অবস্থানে রয়েছি যেখানে আমি বলে আসছি, আমি একই বিষয় পুনরাবৃত্তি করতে চাই না এবং ভিন্ন কিছু করতে চাই। প্রকৃতপক্ষে আমি চিত্রনাট্যে বিশ্বাস রেখেছিলাম এবং ঝুঁকি নেয়ার চিন্তা করি। এটি আমার ক্যারিয়ারের অন্যতম বড় বাজি।’