চীনে টাইফুন পাখার, হলুদ সর্তকর্তা


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    টাইফুন পাখারের জন্য চীনে হলুদ সর্তকতা জারি হয়েছে। রবিবার সকালে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর এ সতর্কতা জারি করে। টাইফুনটি ইতিমধ্যে চীনের গুয়াংডুন প্রদেশের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে।

    চীন খারাপ আবহাওয়ার জন্য চার রঙের সতর্কতা জারি করে। সবচেয়ে খারাপ আবহাওয়ার জন্য লাল, এরপর কমলা, হলুদ ও নীল।

    চীনে চলতি বছরের ১৪তম টাইফুন পাখার রবিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে গুয়াংডংয়ের তাইশান শহরে আঘাত হানে। এটি সন্ধ্যার দিকে উত্তর পশ্চিমাঞ্চলীয় গুয়াংজি ঝুয়াং অঞ্চলের ওপর দিয়ে বয়ে গিয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়তে পারে বলে জানা আবহাওয়া দপ্তর।

    টাইফুনের প্রভাবে দেশটির গোয়াংডুন, ফুজিয়ান, হানিয়ান প্রদেশে ভারি বৃষ্টিপাত হতে পারে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ