সরকার হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেছে: নোমান

নিউজ ডেস্ক.



বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী নেতারা প্রধান বিচারপতি এবং বিচার বিভাগকে নিয়ে যেভাবে আক্রমনাত্মক বক্তব্য দিচ্ছেন- তাতে সরকার হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেছে বলেই মনে হয়। এসব কারণেই জনগণের দুঃখ দুর্দশা নিয়ে ভাববার সময় তাদের নেই।

রবিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আব্দুল্লাহ আল নোমান বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত। জনগণের নিকট তাদের কোনো জবাবদিহিতা থাকবে না, এটাই স্বাভাবিক। আর জবাবদিহি করার কিংবা জনগণের ভোটের প্রয়োজন হয় না বলেই তারা মানুষের দুঃখ দুর্দশা লাঘবেও উদাসীন।

প্রধানমন্ত্রী বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ দিতে গিয়ে নৌকায় ভোট চাইতে ব্যস্ত বলেও তিনি মন্তব্য করেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ