Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
ক্রীড়া ডেস্ক.
প্রথমে এলবিডব্লিউ হয়ে ফেরেন ডেভিড ওয়ার্নার। এরপর রান আউট হয়ে ফিরলেন উসমান খাজা। প্রথম আর দ্বিতীয় উইকেট পতনের মধ্যে যতো সময়ের ব্যবধান তৃতীয় উইকেট পড়লো তার চেয়েও দ্রুত। বাংলাদেশের মতোই ইনিংসের শুরুতেই মুহূর্তেই তিন উইকেট হারিয়ে ধুঁকছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের প্রথম ইনিংসে তোলা ২৬০ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্রথম দিন শেষে সফরকারী অস্ট্রেলিয়া ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে তুলেছে ১৮ রান। স্বাগতিকদের বিপক্ষে ২৪২ রান পিছিয়ে থেকে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবে অজিরা।
মেহেদী হাসান মিরাজের অফ স্পিনে কী বিষ সেটা হাঁড়ে হাঁড়ে টের পেলেন ডেভিড ওয়ার্নার। বাংলাদেশকে ২৬০ রানে থামিয়ে দিয়ে প্রথমদিনই ব্যাট করতে নামলো অস্ট্রেলিয়া। এক পাশ থেকে শফিউল আরেক পাশ থেকে মেহেদী হাসান মিরাজের হাতে অস্ট্রেলিয়া ইনিংসে আক্রমণের দায়িত্ব তুলে দিলেন অধিনায়ক মুশফিক।
৬ষ্ঠ ওভারেই মিরাজের স্পিন বিষে নীল অস্ট্রেলিয়া। মেহেদী হাসান মিরাজের বল আঘান হানল ডেভিড ওয়ার্নারের প্যাডে। জোরালো আবেদন। সেই ডাকে সাড়া দিতে দেরি করেননি আম্পায়ার আলিম দার। তবে তারচেয়েও দ্রুত সময়ে রিভিউ নেন ওয়ার্নার। থার্ড আম্পায়ার যাচাই করে দেখেন বল প্যাডে লাগার আগে ব্যাটে লাগে। আউট নাকচ। পরের বলে আবারও ওয়ার্নারের প্যাডে বল আঘান হানল। এবারও জোরালো আবেদন। সেই আবেদনে সাড়াও দেন আম্পায়ার। তবে এবার আর রিভিউ নেননি ওয়ার্নার। হাঁটা দেন সাজঘরের দিকে।
শুরুতেই ওয়ার্নারকে হারানোর ধাক্কা সামলে ওঠার আগেই আরো দুই উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া।
সাকিবের করা সপ্তম ওভারের প্রথম বলে শর্ট কাভারে ঠেলে দিয়ে রান নিয়ে গিয়ে রানআউটের ফাঁদে পড়েন উসমান খাজা। উইকেটের পেছন থেকে দৌড়ে গিয়ে থ্রো করেন মুশফিক। স্টাম্পের কাছে থাকা সৌম্য সরকার বল ধরেই স্টাম্প ভেঙে দেন। উৎসবে মেতে ওঠে গোটা মিরপুর স্টেডিয়াম; সেইসঙ্গে টিভির পর্দা কিংবা রেডিওতে কান পেতে থাকা বাংলাদেশি সমর্থকরা।
শুরুতেই দুই উইকেট তুলে নিয়ে উজ্জীবিত বাংলাদেশ। অন্যদিকে চাপের মুখে অস্ট্রেলিয়া। সেই চাপ আরো বাড়িয়ে দেন সাকিব। তার করা একই ওভারের শেষ বলে নাইটওয়াচম্যান নাথান লায়ন লেগ বিফোরের ফাঁদে পড়লে মিরপুরের হোম অব ক্রিকেটে গর্জন তোলেন টাইগার সমর্থকরা।
১৪ রানেই টাপটপ পড়ে গেলো অস্ট্রেলিয়ার ৩ উইকেট। দারুণ চাপে পড়ে গেলো স্মিথের দল।
এর আগে আজ রবিবার মিরপুরের শের-ই-বাংলা টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুশফিকুর রহীম। দলীয় ১০ রানের মধ্যে সৌম্য সরকার, সাব্বির রহমান ও ইমরুল কায়েসকে হারিয়ে বাংলাদেশের বিপর্যয়ের শুরু। তামিম-সাকিব এবং মিরাজ-নাসিরের প্রতিরোধের পর শেষের দিকে ২০ রানে শেষ ৪ উইকেট হারিয়ে রানে গুটিয়ে যায় টাইগাররা।
বাংলাদেশের হয়ে ৫০তম টেস্ট খেলতে নামা সাকিব ৮৪ রানের দায়িত্বশীল ইনিংস উপহার দেন। সমান ৫০তম টেস্ট খেলতে নামা তামিম করেন ৭১ রান। নাসির ২৩ এবং মুশফিক ও মিরাজ সমান ১৮ রানের ইনিংস খেলেন।
অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নেন প্যাট কামিন্স ও নাথান লায়ন। এছাড়া অ্যাস্টন অ্যাগার দুটি ও গ্লেন ম্যাক্সওয়েল নেন একটি উইকেট।