এসএসসির ১২ বই পরিমার্জন হচ্ছে : শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক.

শিক্ষার মান উন্নয়নে মাধ্যমিকের (এসএসসি) ১২টি বিষয়ের পাঠ্যবই পরিমার্জন করে সহজ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষাবিদদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠকে ড. ফরাস উদ্দিন আহম্মেদ, অধ্যাপক মনজুর আহমেদ, রাশেদা কে চৌধুরী, ড. মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক কায়কোবাদ, অধ্যাপক আখতারুজ্জামান, অধ্যাপক এমএম আকাশ, অধ্যাপক শ্যামলি নাসরিন চৌধুরী, অধ্যাপক তাসলিমা নাসরিন প্রমুখ অংশ নেন।
শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে যুগোপযোগী পদক্ষেপ নেয়া হবে। শিক্ষার মান নিয়ে একটি কমিটি কাজ করছে। তাদের সমন্বিক সিদ্ধান্ত ২০১৮ সালে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে।
তিনি বলেন, এসএসসিতে বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বাংলাদেশ ও বিশ্ব সভ্যতার ইতিহাস, গণিত, উচ্চতর গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, অর্থনীতি ও হিসাব বিজ্ঞান- এই ১২টি বই পর্যালোচনা করে সহজ, সাবলীল ও প্রয়োজনে ছোট করা হবে।
এছাড়া কারিকুলাম, পরীক্ষা পদ্ধতি, ফলপ্রণয়ন প্রদ্ধতিসহ অন্যান্য দিকও পর্যালোচনা চলছে বলে জানান মন্ত্রী।
নুরুল ইসলাম নাহিদ আরও বলেন, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে নম্বরের যেন বৈষম্য না হয় সেজন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এছাড়া পরীক্ষা দীর্ঘ সময় ধরে চলছে, সময় কমানোরও চেষ্টা করছি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ