Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
ক্রীড়া ডেস্ক.
প্রথম ইনিংসে বাংলাদেশের ২৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৪৪ রানে ৮ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৫৯ রান করেছে স্মিথ বাহিনী। এখনো ১০১ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
সর্বশেষ গ্লেন ম্যাক্সওয়েল (২৩) আউট করে আউট হয়ে যান। সাকিবের বলে উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু সাকিবের ঝুলিয়ে দেওয়া বলে বিভ্রান্ত হয়ে মুশফিকের হাতে স্টাপড হয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। পেট ক্যামিন ৫ ও আগার ৬ রানে ব্যাট করছেন।
প্রথম ইনিংসে বাংলাদেশের ২৬০ রানের জবাবে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ইনিংসের শুরু থেকে টাইগার বোলারদের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারাতে থাকে সফরকারীরা। গতকাল শেষ বিকেলে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে দিন শেষ করে অস্ট্রেলিয়া। সোমবার সকালেও সফরকারীদের চেপে ধরে টাইগারবাহিনী।
বাংলাদেশের পক্ষে মিরাজ ৩টি, সাকিব আল হাসান ৩টি ও তাইজুল ইসলাম ১টি উইকেট নিয়েছেন।
লাঞ্চ বিরতির দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই ম্যাথু ওয়েডকে (৫) এলবিডব্লুর ফাঁদে ফেলেন মেহেদি হাসান মিরাজ। এতে অস্ট্রেলিয়ার সাত উইকেটের পতন ঘটে।
ইনিংসের ৩৬তম ওভারে পথের কাঁটা ওপেনার ম্যাট রেনশকে (৪৫) স্লিপে সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে অজিদের ষষ্ঠ উইকেটের পতন ঘটান সাকিব আল হাসান।
সোমবার (২৮ আগস্ট) ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই স্টিভেন স্মিথের (৮) উইকেট দিয়ে মূল্যবান ব্রেকথ্রু এনে দেন মেহেদি হাসান মিরাজ। দলীয় ৩৩ রানের মাথায় ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হন অজি অধিনায়ক। এরপর সাবধানী ব্যাটিংয়ে জুটি (৬৯) গড়ে দলের হাল ধরেন রেনশ ও পিটার হ্যান্ডসকম্ব। হ্যান্ডসকম্বকে (৩৩) এলবিডব্লুর ফাঁদে ফেলে স্বস্তি ফেরান তাইজুল।
এর আগে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের শেষ বিকেলে সাকিব-মিরাজের দুর্দান্ত বোলিংয়ে ৯ ওভার ব্যাটিং করে ১৮ রানেই ৩ উইকেট হারায় সফরকারী। ২৪২ রানে এগিয়ে থেকে দিনের খেলা শেষ করে মুশফিকবাহিনী।