Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
বিনোদন ডেস্ক.
অভিনেতা চঞ্চল চৌধুরীর ঘরের বউ মম। টানাপড়েনের সংসার তাদের। এতেই শুরু ভাঙনের গল্পের। নানা কারণে আজাদ আবুল কালামের ঘরের বউ হয়েও আসেন তিনি।
এ দুই স্বামী আর এক বধূর গল্প নিয়েই নির্মিত হয়েছে ঈদের নাটক ‘ভাঙ্গন’। এতে বিশেষ এক চরিত্রেই দেখা যাবে মমকে। যাতে পান থেকে চুন খসলেই আজাদ আবুল কালামের হাতে নির্যাতিত হতে হয় তাকে। সাজিদ আহমেদ বাবুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।
এতে অভিনয় প্রসঙ্গে মম বলেন, ‘গল্পটি চমৎকার। টানাপড়েনের সংসারে ভাঙনের গল্প বলা হয়েছে। পাশাপাশি একজন নারীর নানা চড়াই-উতরাইয়ের গল্পও বলা হয়েছে। নাটকটিতে অভিনয়ের বেশ জায়গা ছিল। সে জায়গাটা পূরণ করার চেষ্টা করেছি। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে।’ নাটকটি ঈদে কোনো এক বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।
এদিকে খবর রটেছে, বলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন মম। এ বিষয়ে জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, ‘বলিউড নির্মাতা ফয়সাল সাইফ ভাইয়ের সঙ্গে এ ব্যাপারে কথা চলছে। আপাতত মৌখিকভাবে কথা বলেছি। ঈদের পরই ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কথা রয়েছে। বিস্তারিত তখনই জানান হবে।’
জানা গেছে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষের ওপর নির্মিত হবে চলচ্চিত্রটি। তবে মমের বিপরীতে এতে কে থাকবেন সেটি এখনও নিশ্চিত হয়নি।