বিনোদন ডেস্ক.

‘রকস্টার’ অভিনেত্রী নার্গিস ফাখরি কয়েকদিন আগে মুম্বাই ফিরেছেন। কিন্তু বিমানবন্দরে তাকে পেট মোটা অবস্থায় দেখে সবাইর মনে প্রশ্ন, তবে কী অন্তঃসত্ত্বা নার্গিস? সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়িয়ে পড়ে মুহূর্তেই। কিন্তু নীরবতা ভেঙে সেই জল্পনা ওড়ালেন নায়িকা নিজেই।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েকটি ছবিতে নিজের মুখ ফটোগ্রাফারদের কাছ থেকে আড়াল করতে দেখা যাচ্ছিল নার্গিসকে। পরে বলিউড অভিনেত্রী সাফ জানিয়ে দিয়েছেন, তিনি অন্তঃসত্ত্বা নন। বেশি খাওয়া-দাওয়ার জন্য ওজন সামান্য বেড়েছে মাত্র। সেই সঙ্গে একটি ছবি পোস্ট করে এই নিয়ে রসিকতাও করেছেন তিনি।
জানা যাচ্ছে, আগামী সিনেমার জন্য ওজন কিছুটা বাড়িয়েছেন নার্গিস। আর সে কারণেই খাওয়া-দাওয়া বাড়িয়ে দিয়েছেন। ফাস্ট ফুড খেতে খেতে তার পেট ফুলে গেছে বলে দাবি করলেন নার্গিস।
তিনি টুইট বার্তায় লিখেছেন, ‘আমার পেটে আমার সন্তান নয়, বরং একটি হ্যামবার্গারের শিশু থাকতে পারে!’
উল্লেখ্য, অভিনেতা ও প্রযোজক উদয় চোপড়ার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এই নায়িকার। কিন্তু সেটি গতবছরের শুরুতেই শেষ হয়ে গিয়েছে বলে খবর পাওয়া যায়। ২০১৬ সালে ‘ব্যাঞ্জো’ সিনেমায় শেষবারের মতো দেখা গিয়েছিল নার্গিসকে।
সূত্র : ডেকান ক্রনিকল

