নিউজ ডেস্ক.

বর্তমান সংসদ ও সরকারকে অবৈধ উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ভয়ংকর অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরকার জড়িত। তাদের কাজ হচ্ছে একজন যা বলবেন তাই করবেন। সবার অস্তিত্ব থাকবে কিন্তু প্রাণ থাকবে না। থাকবে একক কর্তৃত্ববাদ।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় এক দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর পর্যবেক্ষণ যদি রায়ের অংশ হয় সেক্ষেত্রে প্রধানমন্ত্রী, সংসদ ও সরকারও অবৈধ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার উদ্দেশে তিনি বলেন, আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকলে ইতিহাসে বীর হবেন। আর সরে গেলে মানুষের মাঝে আপনার যে অবস্থান, তা থাকবে না। কারণ আওয়ামী লীগ আপনাকে নতজানু করতে চাচ্ছে।

