জাপানের ওপর দিয়ে উড়ে গেল উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র জাপানের ওপর দিয়ে উড়ে গিয়ে সাগরে পড়ছে।

    জাপানের উত্তরাঞ্চলের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র উড়ে গিয়ে জাপান সাগরে পড়লেও তা প্রতিরোধের কোনো চেষ্টা দেখা যায়নি। জাপানি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রটি গুলি করে ভূপাতিত করারও চেষ্টা করেনি। এ নিয়ে জাপানিদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে।

    স্থানীয় সময় মঙ্গলবার সকালে এই নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

    জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ ঘটনাকে উত্তর কোরিয়ার পক্ষ থেকে তাদের জন্য ‘অপ্রত্যাশিত হুমকি’ বলে উল্লেখ করেছেন।

    সম্প্রতি উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে গেলেও তা জাপানের ওপর দিয়ে উড়ে যাওয়ার ঘটনা বিরল।

    রয়টার্স লিখেছে, উত্তর কোরিয়ার ছোড়া এবারের ক্ষেপণাস্ত্রটি মাঝারি পাল্লার একটি হোয়াসং-১২ মিসাইল বলে বিশ্লেষকরা মনে করছেন। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক সামরিক মহড়ার মধ্যেই এর পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।

    জাপানের সংবাদমাধ্যমের খবরে বলা হয়, উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চল থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরে পড়ার আগে প্রায় ১৪ মিনিট জাপানের লোকালয়ের ওপরে ছিল।

    উত্তর কোরিয়া সুনান থেকে প্রায় ২ হাজার ৭০০ কিলোমিটার পথ পেরিয়ে সাগরে পড়ার সময় ক্ষেপণাস্ত্রটি ৩টি অংশে ভাগ হয়ে যায়। তার আগেই নাগরিকদের সতর্ক করে মোবাইল ফোনে বার্তা পাঠানো হয় জাপান সরকারের পক্ষ থেকে।

    জাপানের মন্ত্রিপরিষদ সচিব ইয়াশিদা সুগা টোকিওতে সাংবাদিকদের বলেন, ‘এটি নিঃসন্দেহে আমাদের জন্য বড় ধরনের হুমকি। এভাবে আর চুপ থাকা যায় না। আমরা উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলব।’

    পিয়ংইয়ং আঞ্চলিক শান্তি নষ্ট করার চেষ্টা করছে অভিযোগ করে প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, ‘আমরা চাই বিশ্বনেতারা উত্তর কোরিয়ার বিরুদ্ধে সব ধরনের চাপ অব্যাহত রাখুক।’

    এর আগে ১৯৯৮ ও ২০০৯ সালে উত্তর কোরিয়ার ছোড়া দুটি রকেট জাপানের আকাশ সীমা অতিক্রম করে। উত্তর কোরিয়ার পক্ষ থেকে সে সময় বলা হয়েছিল, সেগুলো কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের জন্য ব্যবহার করা হয়েছিল, অস্ত্র হিসেবে নয়।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ