Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
বিনোদন ডেস্ক.
ঢালিউডের জনপ্রিয় সুপারস্টার শাকিব খানকে টেলিভিশন অনুষ্ঠানে খুব একটা দেখা না গেলেও ঈদুল আযজা উপলক্ষে এবার তাকে পাওয়া যাবে একাধিক অনুষ্ঠানে। আর অনুষ্ঠানগুলো থেকে পাওয়া সম্মানীর পুরোটাই বন্যা আক্রান্তদের দেবের এই অভিনেতা।
এ প্রসঙ্গে শাকিব বলেন, এবারের ঈদে বিভিন্ন আড্ডার অনুষ্ঠান থেকে সম্মানী যা-ই পেয়েছি সেগুলোর সাথে আরও কিছু টাকা যোগ করে বন্যার্তদের সাহায্যার্থে দিতে চাই। তাই ছোটপর্দার জন্য কাজ করার সময় মনে হয়েছে একটি নৈতিক দায়িত্ব পালন করছি।
বন্যার্তদের সাহায্যার্থে এই মহৎ উদ্যোগে জনপ্রিয় এই নায়ক তার ঈদ শোতে নিজের ভক্তদের কথা বলতে গিয়ে বলেন, ‘দেখুন দেশের অনেক এলাকার মানুষেরা তো আমার ছবিটাও দেখতে পারবে না। তারা হয়তো নিজের জীবন নিয়েও সংকটে। সেক্ষেত্রে এটা আমার গুরুদায়িত্ব বলে আমি মনে করি।’
এবারের ঈদে এশিয়ান টিভির বিশেষ ঈদ আয়োজনে থাকছে শাকিব খানের এক্সক্লুসিভ ইন্টারভিউ ‘ঈদ উইথ মুভি স্টার’। উপস্থাপক নওশীনের সঞ্চালনায় শাকিব খানের সাথে কথোপকথনে তার নিজের ক্যারিয়ারের সাম্প্রতিক বিভিন্ন ইস্যুসহ ভালো লাগা, মন্দলাগা উঠে এসেছে।
এশিয়ান টিভির ‘ঈদ উইথ মুভি স্টার’ এ একটি গানও গেয়ে শোনাবেন শাকিব। খালি গলায় নিজের ছবির গান গাইলেন এই প্রথম।
উল্লেখ্য, এবারের ঈদ আয়োজনে এশিয়ান টিভিতে শাকিব অভিনীত সর্বাধিক ১৪টি ছবি প্রচার করা হচ্ছে। তা দেখার জন্যও দর্শকদের অনুরোধ জানালেন এই অভিনেতা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সুদীপ্ত সরকার। প্রচার হবে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এশিয়ান টেলিভিশনে।