নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি.
নওগাঁর সাপাহার উপজেলার সদর ইউনিয়ন পরিষদের অধিনস্থ্য সকল গ্রামে পবিত্র কোরবানীর ঈদ সুষ্ঠু ও সুন্দর ভাবে পালন করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় নির্বাহী অফিসারের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহাদ পারভেজ বসুনীয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমার কর প্রমুখ। এ সময় সেখানে সদর ইউনিয়ন পরিষদের অধিনস্থ্য সকল ঈদগাহ মাঠের ইমাম, সভাপতি/সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

