Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
ক্রীড়া ডেস্ক.
ঢাকা টেস্টে তৃতীয় দিন শেষে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৫৬ রান। হাতে আছে আরও ৮টি উইকেট। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ১০৯ রান। ওয়ার্নার ৭৫ রানে আর ২৫ রানে ব্যাট করছেন স্টিভেন স্মিথ।
এদিকে আজ বাংলাদেশের দেয়া ২৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে ২টি উইকেট হারালেও ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের ব্যাটে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের প্রথম উইকেটটি নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। আর দ্বিতীয় উইকেটটি নিয়েছেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার দলীয় ২৭ রানে ম্যাট রেনশকে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। এলবিডব্লিউ হয়ে ফেরেন রেনশ। ২০ বল খেলে ৫ রান করেন তিনি।
এরপর দলীয় ২৮ রানে সাকিব আল হাসানের বলে তাইজুল ইসলামের হাতে ক্যাচ হন উসমান খাজা। তিনি করেন এক রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ দুই উইকেট হারিয়ে ২৮ রান। বাংলাদেশের দেয়া ২৬৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়া।
গত রবিবার মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। আজ চলছে তৃতীয় দিনের খেলা। ম্যাচের প্রথমদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ।
টাইগাররা প্রথম ইনিংসে ২৬০ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। পরে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ২১৭ রান সংগ্রহ করে অলআউট হয়। ফলে, প্রথম ইনিংস শেষে ৪৩ রানের লিডে থাকে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসে ২২১ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় টাইগাররা।