বগুড়ায় নিজ শয়ন ঘরে মা ও মেয়েকে শ্বাসরুদ্ধ করে হত্যা


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বিশেষ প্রতিনিধি.


বগুড়ায় মা ও তার শিশু কণ্যা হত্যাকান্ডের শিকার হয়েছেন । মঙ্গলবার বিকালে বগুড়া সদরের নামুজা ইউনিয়নের ভান্ডারী পাড়া এলাকার একটি বাড়ী থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে থানা পুলিশ।


    নিহতরা হলো ভান্ডারী পাড়ার গোলাম মোস্তফার স্ত্রী কাফিয়া (৩৩) এবং তার ৭ বছরের কন্যা আয়শা। তবে হত্যাকান্ডের সঠিক কারন এবং হত্যাকান্ডের সাথে জড়িতদের বিষয়ে কিছু জানা যায়নি ।
    অত্র গ্রামের একাধিক ব্যাক্তি জানান, কাফিয়ার স্বামী ঢাকায় দীর্ঘদিন যাবৎ সিকিউরিটি গার্ডের চাকুরী করে। জনৈক ব্যাবসায়ী হাফিজার রহমানের বাড়ীতে নিহত মা ও মেয়ে বসবাস করতো। হাফিজার বগুড়া শহরে ব্যাবসা করে। এছাড়াও কাফিয়ার বড় ছেলে কাওসার (১০) উপজেলার ভূগইল মাদ্রাসায় লেখাপড়া করে । মাত্র দু’দিন আগে সে বাড়ী থেকে মাদ্রাসায় গেছে । ধারনা করা হচ্ছে বাড়ীতে থাকলে সেও হয়তো মা ও বোনের মত হত্যাকান্ডের শিকার হত ।
    প্রাপ্ত তথ্যে আরো জানা গেছে , মঙ্গলবার দুপুর পর্যন্ত ওই বাড়ীর দরজা বন্ধ থাকায় এবং কেউ বাড়ীর বাইরে না আসায় প্রতিবেশীদের সন্দেহ হয় তারা কাফিয়ার মাকে খবর দেয়।পরে কাফিয়ার মা প্রতিবেশীদের সাথে করে নিয়ে এসে বাড়ীর প্রাচী টপকিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে দরজায় তালা ঝোলানো অবস্থায় দেখতে পায় । পরে জানালা দিয়ে দেখে ঘরের মধ্যে মা ও মেয়ের লাশ পড়ে আছে। পরে বগুড়া সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়।
    প্রতিবেশীরা আরো জানান, যে ঘরে মাও মেয়ে বাস করতো তার একটি জানালা ভাঙ্গা পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে মা মেয়েকে হত্যা করার পর ওই জানালা দিয়ে দূর্বৃত্তরা পালিয়ে যায়।
    ঘটনার পর খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) সনাতন চক্রবর্তী ,বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক এবং ইন্সপেক্টর (তদন্ত ) আসলাম আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে মা ও মেয়ের লাশের সুরতহাল রির্পোট করে বগুড়া মর্গে প্রেরন করেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ