ডেরার পরবর্তী প্রধান হলেন রাম রহিমের ছেলে


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


দুই নারী শিষ্যকে ধর্ষণের দায়ে গুরমিত রাম রহিম সিংকে ২০ বছরের কারাদণ্ডাদেশ দেয়ার পর থেকেই প্রশ্ন উঠেছিল কে সামলাবেন তার বিশাল সাম্রাজ্য ডেরা সচ্চা সৌদার। কে হবেন রাম রহিমের উত্তরাধিকারী। ধারণা করা হচ্ছিল, স্বঘোষিত ধর্মগুরু রাম রমিরে দত্তক নেয়া কন্যা হানিপ্রীত ডেরার প্রধান হতে পারেন।

    কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে রাম রহিমের ছেলে জসমিতকে ডেরার পরবর্তী প্রধান হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। মঙ্গলবার ৩৩ বছরের জসমিতকে ডেরার প্রধান হিসেবে ঘোষণা দেন রাম রহিমের ৮২ বছরের মা নসিব কৌর।

    অবশ্য, ২০০৭ সালে গুরমিত নিজে তার ছেলে জসমিতকে উত্তরাধিকারী ঘোষণা করেছেন। কিন্তু ডেরা সচ্চা সৌদার প্রথা অনুযায়ী বর্তমান প্রধানের পরিবারের কেউ এই পদে বসতে পারেন না বলে দাবি করেছিল কেউ কেউ। তাই, ৩৫ বছরের ব্রহ্মচারী বিপাসনা কিংবা গুরমিতের দত্তক নেয়া কন্যা হানিপ্রীতই ওই পদ দখল করতে পারেন ধারণা করা হচ্ছিল।

    জসমিতকে ডেরা প্রধান ঘোষণার পর ওই দিনই ডেরার মুখ্য কোর কমিটির বৈঠক ডাকা হয়। এই কমিটিতে ৪৫ জন সদস্য রয়েছেন। জসমিতকে প্রধান করার প্রক্রিয়া শিগগিরই শেষ করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি রাম রহিমের ধর্ষণের অভিযোগ সঠিকভাবে খতিয়ে না দেখার জন্য কমিটির সদস্যকেও তিরস্কার করেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ