বিএনপি নির্বাচনে আসুক এটা আ.লীগও চায়


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


বিএনপি একাদশ জাতীয় নির্বাচনে আসুক এটা আওয়ামী লীগও চায়। তারা নির্বাচনে না আসলে দেশে আবারও জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে, আগুন সন্ত্রাস শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    বুধবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, বিএনপি গত আট নয় বছর ধরে ঈদের পরে আন্দোলন করে সরকার পতন করার কথা বলছে। এনিয়ে আমাদের মাথা ব্যাথা নেই,তবে আমরা সব সময় প্রস্তুত থাকি। বিরোধীদল আন্দোলন করলে সেই আন্দোলন আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করবো, যদি তারা আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যেতে চায় তবে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর জবাব দেবে।

    মন্ত্রীর সাথে এসময় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা.এনামুর রহমান,সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব,সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর,যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ