মিয়ানমারে মালবোঝাই জাহাজ ডুবি

নিউজ ডেস্ক.

মিয়ানমারের রাজধানী ইয়াংগুনের একটি বন্দরে বুধবার রাতে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে জাহাজটি ডুবে যায়। তবে এতে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সরকারি গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার একথা জানায়।
এমভি শোয়ে লেত ওয়া নামের জাহাজটি স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডুবে যায়। এতে আট ক্রু সদস্য ছিল। জাহাজটি ইয়াংগুন-সিটওয়ে উপকূলীয় রুট হয়ে যাচ্ছিল।
অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে এটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। এতে ৭৩ হাজার ২৭৯ ডলারের ক্ষতি হয়। এ ঘটনায় আইন অনুযায়ী ক্যাপ্টেনকে অভিযুক্ত করা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ