পত্নীতলায় ঈদ-উল-আযহা সুষ্ঠু ভাবে পালন করার লক্ষে সভা অনুষ্ঠিত

পরেশ টুডু, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি.


পত্নীতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদ-উল-আযহা যথাযোগ্য মর্যাদায় উদযাপন সহ সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে পালন করার লক্ষে বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে প্রস্তুতি মূলক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রঞ্জন চৌধুরী, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ময়েজ উদ্দীন আহম্মদ, পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী সহ উপজেলার ১১টি ইউপির চেয়ারম্যানগন, অন্যান্য কর্মকর্তা ও সূধীজন প্রমূখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ