Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। কিন্তু বিলম্বে ছেড়ে যাচ্ছে ট্রেন।
স্টেশনে গিয়ে দেখা গেছে, ঈদযাত্রায় আজ বৃহস্পতিবার কমলাপুরে মানুষের উপস্থিতি অন্যদিনগুলোর তুলনায় অনেক বেশি। সবচেয়ে বেশি মানুষ রাজধানী ছাড়ছে আজ। সকাল থেকে কমলাপুর ছেড়ে যাওয়া ট্রেনের মধ্যে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই ট্রেনগুলোর ছাদে তিল ধারণের ঠাঁই ছিল না।
যাত্রীরা বলছেন, আজ বিকেলে এই ভিড় আরও বাড়বে। কারণ অনেকে আজ অফিস টাইম শেষ করে বিকেলে বাড়ির উদ্দেশে রওনা হবেন।
অপরদিকে বৃহস্পতিবার সকালে কমলাপুর রেলস্টেশন থেকে কিছু কিছু ট্রেন বিলম্বে ছেড়ে গেছে। সকালে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেস সঠিক সময়ে ছেড়ে যেতে পারেনি।
রংপুর এক্সপ্রেসের ছাড়ার সময় সকাল ৯টায়। কিন্তু সকাল সাড়ে ৮টায় ট্রেন প্ল্যাটফর্মে আসতেই অপেক্ষায় থাকা যাত্রীরা তাতে উঠে পড়েন।
ট্রেন পরিষ্কার করার জন্য ওয়াশ শেডে নেয়া হবে জানিয়ে মাইকের মাধ্যমে যাত্রীদের নেমে যাওয়ার অনুরোধ জানানো হলেও তাতে কান দেননি কেউ। পরে যাত্রীবোঝাই করেই ট্রেনটি ওয়াশ শেডে যায়।
সকাল সোয়া ৯টায় প্ল্যাটফর্মে ঢোকে দিনাজপুর থেকে আসা একতা এক্সপ্রেস। এ ট্রেনও প্ল্যাটফর্মে আসামাত্র পূর্ণ হয়ে যায়। যাত্রীরা ট্রেনের ছাদেও উঠে বসেন।
অনেক ঠেলাঠেলি করে নিজের আসনে বসার পর বেঙ্গল গ্রুপের কর্মকর্তা গোলাম রাব্বানী বললেন, প্রতি ঈদে এরকম ঝক্কির মধ্যে বাড়ি যেতে যেতে তিনি অভ্যস্ত হয়ে গেছেন।
নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টায় লালমনিরহাটের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি পৌনে ২ ঘণ্টা দেরি করে প্ল্যাটফর্মে ঢোকে। দীর্ঘসময় অপেক্ষায় থাকা যাত্রীরা পড়িমরি করে ট্রেনে উঠে পড়েন। এ সময় অনেকে জানালা দিয়ে ঢুকেও আসনে পৌঁছানোর চেষ্টা করেন।
কমলাপুর স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন, অন্যদিনের তুলনায় আজ স্টেশনে যাত্রীদের ভিড় বেশি। যাত্রীরা যেমন সুন্দর এবং সুশৃঙ্খলভাবে ট্রেনের অগ্রিম টিকিট কাটতে পেরেছেন ঠিক তেমনি আশা করা যায় সবার ঈদযাত্রাও সুন্দর হবে।