Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
কারিমুল হাসান লিখন.
বগুড়ার ধুনটে ফায়ার সার্ভিসের গাড়ী ভাংচুর করেছে দুর্বিত্তরা। ১ সেপ্টেম্বার ২০১৭ শুক্রবার দুপুরে উপজেলার নিমগাছী ইউনিয়নের সোনাহাটা বাজার এলাকায় এ ভাংচুরে ঘটনা ঘটে।
জানাযায়, ঘটনার দিন দুপুরে বৈদ্যুতিক শকসার্কিট থেকে সোনাহাটা বাজারের একটি মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিভানোর জন্য সেখানে ধুনট ফায়ার সার্ভিসের গাড়ী পৌছিলে কিছু দুর্বিত্ত রাস্তার পাশে থাকা ইট দিয়ে গাড়ির সামনের কাঁচে চুড়ে মারে। এতে গাড়ীর কাঁচ ভেঙ্গে যায় ও ফায়ার সার্ভিস কর্মী আহত হয়। ঠিক কি কারনে দুর্বিত্তরা গাড়ীতে ইট ছুঁড়ে ছিলো তা জানাযায়নি। তবে লোক মুখে জানাযায়, গাড়ি দেরিতে আসার কারনে ক্ষিপ্ত হয়ে ফায়ার সার্ভিসের গাড়ির উপর ইট নিক্ষেপ করে কিছু দুর্বিত্ত।
ধুনট থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সাথে জরিতদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানান।