Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
বিনোদন ডেস্ক.
ঠিকই পড়ছেন। বিচ্ছেদ না করেই ফের বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড অভিনেতা আফতাব শিবদাসানি। কিন্তু তাতে একটুও রেগে যাননি আফতাবের স্ত্রী নিন দুসাঞ্জ। কেন জানেন? আসলে আফতাবের এই দ্বিতীয় বিয়ের খবরে একটি মোক্ষম টুইস্ট রয়েছে।
কী সেটা? ৫ জুন, ২০১৪। নিনের সঙ্গে আদালতে গিয়ে বিয়ে করেন আফতাব। সে সময় সামাজিকভাবে তাদের বিয়ে হয়নি। সে কারণেই ফের বিয়ের পিঁড়িতে আফতাব। ধর্মীয় মতে অনুষ্ঠান করে ফের বিয়ে করলেন স্ত্রী নিনেকেই। শ্রীলঙ্কায় তাদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা নিজেই।
ইনস্টাগ্রামে আফতাব লিখেছেন, ‘তোমার প্রতি ভালবাসা প্রকাশের কোনো ভাষা নেই আমার। তোমাকে আমার জীবনে নিয়ে আসার জন্য আমি সৃষ্টিকর্তাকে প্রতি দিন ধন্যবাদ জানাই।’
ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, শ্রীলঙ্কায় তাদের বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়রা। হাতির পিঠে চড়ে বিয়ের আসরে হাজির হন আফতাব। পালকিতে করে আসেন নিনে। ডিজাইনার যোশিতার লেহেঙ্গায় সেজেছিলেন নিনে। আফতাবের পরনে ছিল ট্রয় কোস্টার ডিজাইন করা শেরওয়ানি।