ধুনটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৭

কারিমুল হাসান লিখন.


বগুড়ার ধুনটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ ৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে সকালে জেলা কারাগারে প্রেরন করে থানা পুলিশ।


গ্রেফতারকৃতরা হলেন, নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী উপজেলার শিমুলবাড়ী গ্রামের মৃত অফফার মন্ডলের ছেলে দুখু মিয়া (২৭), জুয়া আইন মামলার ৭ দিনের সাজাপ্রাপ্ত আসামী উপজেলার রাঙ্গামাটি গ্রামের দিদার পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে লালন মন্ডল (৪৫), যৌতুক মামলার চার বছরের সাজাপ্রাপ্ত আসামী উপজেলার নাটাবাড়ী গ্রামের বেলাল হোসেনের ছেলে মিঠু (২০), নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার দক্ষিন সারুটিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে রাসেল রানা ওরফে পিন্টু (২৫), একুই উপজেলার দক্ষিন সালুয়া এলাকার আব্দুল আজিজের ছেলে মানিক মিয়া (৪৫), উপজেলার উত্তর সারুটিয়া এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে তারেক (৩২), ভাঙ্গুড়া উপজেলার পাটুলীপাড়া এলাকার আব্দুল মাজেদের ছেলে শরিফুল ইসলাম (২৫)।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ