খালেদার দৃষ্টি আকর্ষণের জন্যই বিএনপি নেতারা মিথ্যাচার করছেন


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


আওয়ামী লী‌গের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‌বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়ার দৃ‌ষ্টি আকর্ষণ করার জন্যই বিএন‌পি নেতারা মিথ্যাচা‌রের প্রতি‌যো‌গিতায় নে‌মে‌ছেন।

    বুধবার দুপু‌রে রাজধানীর জাতীয় প্রেস ক্লা‌বের সাম‌নে বিএন‌পি নেতা‌দের মিথ্যাচার ও ষড়যন্ত্রের প্রতিবা‌দে বাংলা‌দেশ স্বাধীনতা প‌রি‌ষদ আ‌য়ো‌জিত এক মানববন্ধ‌নে তি‌নি এ কথা বলেন।

    হাছান মাহমুদ ব‌লেন, বিএন‌পি নেতারা মিথ্যা বলার প্রতি‌যো‌গিতায় নে‌মে‌ছেন। বিএন‌পি চেয়ারপার্স‌ন বেগম খা‌লেদা‌ জিয়ার দৃ‌ষ্টি আকর্ষ‌ণের জন্যই তারা মিথ্যাচার কর‌ছেন।

    বিএন‌পি সব সময় জ‌ঙ্গি‌দের পা‌শেই দাঁড়ি‌য়ে‌ছে এমন দাব‌ি ক‌রে আওয়ামী লী‌গের এই নেতা ব‌লেন, আইনশৃঙ্খলা বা‌হিনীর সদস্যরা জঙ্গিদের বিরুদ্ধে ‌অভিযান চালা‌লেই বিএন‌পির গাত্রদাহ শুরু হয়। পৃ‌থিবী‌তে যেখানেই জ‌ঙ্গি তৎপরতা হ‌য়ে‌ছে সেখা‌নে সবাই ঐক্যবদ্ধ হ‌য়ে এটার বিরু‌দ্ধে অবস্থান নি‌য়ে‌ছে। আর বিএন‌পি সব সময়ই তা‌দের পা‌শে দাঁড়ি‌য়ে‌ছে।

    মান‌বিক দিক বি‌বেচনা ক‌রে রো‌হিঙ্গা‌দের দে‌শে আশ্রয় দেয়া হ‌য়ে‌ছে দা‌বি ক‌রে তি‌নি ব‌লেন, আমা‌দের দেশ এক‌টি জনবহুল রাষ্ট্র। এ দে‌শে অন্য রা‌ষ্ট্রের লোক‌দের আশ্রয় দেয়া আমা‌দের জন্য কষ্টসাধ্য। কিন্তু মারনবিক দিক বি‌বেচনা ক‌রে তা‌দের আশ্রয় দেয়া হ‌য়ে‌ছে। কারণ মায়ানমা‌রে যেটা হ‌চ্ছে সেটা মানবতা‌বি‌রোধী কর্মকাণ্ড। এজন্য বিশ্বের বি‌বেকবান‌দের এগি‌য়ে আস‌তে হ‌বে।

    মানববন্ধ‌নে আওয়ামী লীগ নেতা চিত্ত রঞ্জন দাশ, বলরাম পোদ্দার, এম এ ক‌রিম প্রমুখ উপস্থিত ছিলেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ