Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
ক্রীড়া ডেস্ক.
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে বল হাতে আলো ছড়ানোর পর নাথান লায়ন হয়েছেন সিরিজ এবং ম্যাচ সেরা। আর তার এই দুর্দান্ত পারফর্মেন্সের ছাপ পড়েছে র্যাংকিংয়েও। টাইগারদের বিপক্ষে দুর্দান্ত পারফর্মেন্স করে লায়ন উঠে এসেছেন ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে। টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় এখন আট নম্বরে অবস্থান এই স্পিনারের।
সিরিজের দুই টেস্টে মোট ২২ উইকেট নিয়েছেন এই ডানহাতি স্পিনার। এর আগে তার সর্বোচ্চ র্যাংকিং ছিল ১২। যেটা তিনি অর্জন করেছিলেন চলতি বছরের মার্চে। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৭৫২। লায়নের পাশাপাশি অজি ব্যাটসম্যানদের মধ্যে র্যাংকিংয়ে উন্নতি করেছেন পিটার হ্যান্ডসকম্বও। ১৫ ধাপ এগিয়ে র্যাংকিংয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
অন্যদিকে টাইগার অধিনায়ক মুশফিকুর রহিমও এক ধাপ এগিয়েছেন র্যাঙ্কিংয়ে। এছাড়াও সাব্বির রহমান ২২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৭৩ নম্বরে। চট্টগ্রাম টেস্টে ৬৬ রানের ইনিংসটি দিয়েই উন্নতি করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
এছাড়াও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ১২ ধাপ এগিয়ে বোলারদের র্যাংকিংয়ে উঠে এসেছেন ৪৩ নম্বরে। আর তরুণ মেহেদী হাসান মিরাজ ১ ধাপ এগিয়ে এসেছেন ২৯ নম্বরে।