Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
বিনোদন ডেস্ক.
বিয়ের আগে কি সন্তানসম্ভবা হয়ে পড়েছিলেন রিয়া? গত ১৬ অগস্ট বিয়ে করেছেন টালিউড অভিনেত্রী রিয়া সেন। এই খবর সামনে আসার পরই এই গুঞ্জন শুরু হয়েছিল ইন্ডাস্ট্রিতে। এবার সেই জল্পনা নিয়ে মুখ খুললেন স্বয়ং রিয়া।
স্পটবয়ই-কে দেয়া সাক্ষাৎকারে রিয়া বলেন, ‘‘এই ধরনের গুজব আশা করেছিলাম।’’ যদিও তিনি সন্তানসম্ভবা কিনা, তা নিয়ে অবশ্য সরাসরি কোনও মন্তব্য করেননি।
গত মাসে পুণেতে বয়ফ্রেন্ড শিবম তিওয়ারির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন রিয়া। রাইমা সেন রিয়া নিজের বিয়ের ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।
ইন্ডিয়া টুডে’র খবর অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে এক বন্ধুর মাধ্যমে নাকি শিবমের সঙ্গে রিয়ার পরিচয় হয়। সেখান থেকে বন্ধুত্ব। দিদি রাইমার সঙ্গেও শিবমের পরিচয় করিয়ে দেন রিয়া।
রিয়া বলেন, “বিয়ের সিদ্ধান্তটা আমরা হঠাৎ করেই নিয়েছিলাম। একদিন সকালে ঘুম খেকে উঠে হঠাৎ শিবম বলেছিল, চল এখনই বিয়ে করব।”
তবে এই মুহূর্তে হনিমুনে যাচ্ছেন না এই দম্পতি। রিয়া জানিয়েছেন, শুটিং নিয়ে আপাতত তিনি ব্যস্ত। ফলে হনিমুনের প্ল্যান পরে হবে। এই মুহূর্তে একতা কপূরের ওয়েব সিরিজ ‘রাগিনী এমএমএস ২.২’-এর শুটিং করছেন রিয়া।