Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
কারিমুল হাসান লিখন ও জিল্লুর রহমান.
বগুড়ার ধুনটে বাঙ্গালী নদীতে আকর্ষিক বন্যায় আবাদি জমির ফসলসহ ক্ষতি হয়েছে মৎস চাষীদের জলাশয়। চলতি বছরে আগষ্টে হঠাৎ করে বাঙ্গালী নদীতে আকর্ষিক ভাবে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় এ ক্ষতি হয়।
সরেজমিনে দেখাযায়, ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের স্থায়ী বাসিন্দা বেড়েরবাড়ি গ্রামের ভুলু প্রামানিকের ছেলে আব্দুল জলিল কালেরপাড়া ইউনিয়নের হেউটনগড় গ্রমে একটি জলাশয় নিয়ে মাছ চাষ শুরু করে। তার জলাশয়ে প্রয়োজনীয় জাল, খাদ্যসহ প্রায় ১০ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ছিলো ঋনের টাকায়। চলতি বছরে আকর্ষিক বন্যায় তার জলাশয় প্লাবিত হয়ে সবগুলো মাছ বেরিয়ে যায়।
আব্দুল জলিলের সাথে কথা বলে জানাযায়, তিনি ছোট বেলা থেকে মাছ ক্রয়/বিক্রয় ও মাছ চাষ করে জিবিকা নির্বাহ করে আসছে। চলতি বছরে বন্যার পানিতে তার যে পরিমান অপুরনীয় ক্ষতি হয়েছে তা পুশিয়ে উঠতে হিমশিম খাচ্ছেন।
তিনি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস অধিদপ্তর কর্তৃক প্রদত্ত ফিশারম্যান আইডি কার্ড প্রাপ্ত হবার পরেও সহযোগীতা পাননি। তিনি স্থানীয় মৎস সংশ্লিষ্ট দপ্তরের সহযোগীতা কামনা করেন। বর্তমানে তিনি কালেপাড়া ইউনিয়নে হেউটনগর গ্রামে বসবাস করে তার একমাত্র আয়ের উৎস মৎচাষের জলাশয় দেখা শোনা করছেন। তিনি বলেন, সরকারি ভাবে আমাকে যদি সাহায্য সহযোগীতা করতো তাহলে আমার অপুরনীয় ক্ষতি কিছুটা হলেও পুশিয়ে নিতাম।