নেট দুনিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন অ্যামি জ্যাকসন

বিনোদন ডেস্ক.


ব্রিটিশ মডেল ও অভিনেত্রী অ্যামি লুইস জ্যাকসন। তামিল ছবির অন্যতম হট এই অভিনেত্রী আপাতত ব্যস্ত তার পরবর্তী তামিল ছবি ২.০-এর শুটিংয়ে। এই ছবিতে রজনীকান্ত ও অক্ষয় কুমারের সঙ্গে দেখা যাবে তাঁকে। এটি মূলত কল্পবিজ্ঞানের গল্প। দক্ষিণ ভারতের এক গ্রামে চলছে ছবিটির শুটিং।

সেই অ্যামি জ্যাকশন উত্তেজনার পারদ চড়ালেন ইন্টারনেট দুনিয়ায়। ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাঁর একাধিক ছবি। সম্প্রতি নানান লুকে ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। আর তার সেই ছবিই ক্রমশ উত্তাপ ছড়াচ্ছে সোশ্যাল সাইটে।

ছবিগুলির মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছে হলুদ বিকিনির ছবিটি। ছবিতে দেখা গেছে, হলুদ বিকিনি পরে দাঁড়িয়ে রয়েছেন। তার কোমর পর্যন্ত দেখা যাচ্ছে। চোখ সামনের দিকে। এককথায় হলুদ রঙের বিকিনিতে মোহময়ী হয়ে উঠেছেন অ্যামি। আর একটি ছবি সম্পূর্ণ অন্যরকম। গরুকে আদর করতে দেখা গেছে সেই ছবিতে।

উল্লেখল্য ‘সিং ইজ ব্লিং’, ‘ফ্রিকি আলি’র মতো বেশ কয়েকটা ছবিতে দর্শকদের মন জয় করেছেন অ্যামি। এবার দেখার রজনীকান্তের মতো সুপারস্টারের বিপরীতে কতটা সফল হন অ্যামি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ