হাওরাঞ্চলে ত্রাণসামগ্রী বিতরণে সরকার বিএনপির প্রতিনিধি দলকে যেতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন দলেটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, আগামীকাল শুক্রবার সুনামগঞ্জ ‘হাওর অঞ্চলে’ বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে ‘জাতীয় ত্রাণ কমিটি’র প্রতিনিধি দল ত্রাণসামগ্রী বিতরণ করতে যাওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিলেও গতকাল বুধবার স্থানীয় প্রশাসন জানায়, আগামী রবিবার হাওর অঞ্চল পরির্দশনে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরাপত্তার স্বার্থে এই মুহূর্তে অন্য কোনো দল বা সামজিক সংগঠন কাউকে ত্রাণসামগ্রী বিতরণ করতে দেওয়া হবে না।
রিজভী বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণে সরকারি তৎপরতা যেটুকু হচ্ছে তা অপ্রতুল। চারদিকে হাহাকার, পৌঁছায়নি কোনও প্রকার সহায়তা। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরও বিএনপির প্রতিনিধি দল সেখানে ত্রাণসামগ্রী বিতরণ করতে পারবে কী না সেটা স্থানীয় প্রশাসনের উপর নির্ভর করছে। শুধু তাই নয়, সরকার হাওর পাড়ের বিধ্বস্ত মানুষকে সহায়তা করতে নানান সামাজিক ও রাজনৈতিক দলগুলোকে ত্রাণসামগ্রী তৎপড়তা চালাতে বাধা দিচ্ছে।’
ত্রাণ বিতরণেরও দলীয়করণ করা হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, ‘হাওর অঞ্চলের মানুষের অসহায়ত্ব নিয়ে সরকার যে আজ উপহাস করছে সেটা জনমনে সুস্পষ্ট। কারণ হাওর সংশ্লিষ্ট অধিদফতরের একাধিক কর্মকর্তার বিদেশ সফর তার প্রমাণ। তাই বিএনপি আবারও দাবি জানাচ্ছে- অবিলম্বে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করা হউক।’