রংপুরে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

রংপুর প্রতিনিধি.


রংপুর নগরে রংপুর-দিনাজপুর মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শনিবার সকাল ১১টার দিকে হাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বুলবুল (৪০) ও আনসারুল (৪২)। তাদের বাড়ি নীলফামারীর ডোমার উপজেলায়। তারা ডোমার থেকে মোটরসাইকেলে করে রংপুরে আসছিলেন।

রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে রংপুর শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে হাজিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসটি আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনার পর রংপুর-দিনাজপুর মহাসড়কে যানচলাচল বন্ধ আছে বলেও জানান তিনি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ