Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
মিয়ানমার সরকারের মতো রোহিঙ্গা সমস্যা ধামাচাপা দিতে এই (বাংলাদেশ) সরকারও কূটকৌশল গ্রহণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী মহিলা দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
খন্দকার মোশাররফ বলেন, রোহিঙ্গারা হত্যাযজ্ঞের শিকার। অথচ মিয়ানমার সরকার বলছে, তারা নাকি সন্ত্রাস দমনে কাজ করছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশের সরকার জনগণের মনের কথা প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। কারণ এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়।
রোহিঙ্গা ইস্যুতে বিএনপি নোংরা রাজনীতি করছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনায় তিনি বলেন, ওনার (কাদের) বক্তব্য অত্যন্ত দুঃখজনক। সমগ্র বিশ্ব দেখছে কীভাবে একটি জাতিগোষ্ঠীকে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে মিয়ানমার সরকার নির্মূলের চেষ্টা করছে। আমরা (বিএনপি) শুধু জনগণের মনের কথার প্রতিফলন ঘটিয়ে গতকাল (শুক্রবার) মানববন্ধন করেছি, এখানে নোংরামির প্রশ্নই আসে না।
তিনি বলেন, আমরাই সঠিক কথা বলছি, বরং সরকার আজ মিয়ানমার সরকারের মতো রোহিঙ্গা সমস্যা ধামাচাপা দিতে নানা কূটকৌশল গ্রহণ করেছে; যা এ দেশের জনগণ গ্রহণ করছে না। তাই আমরা মনে করি, সারা পৃথিবী যা দেখছে সেটাই সত্য, আর মিয়ানমার সরকার যা বলছে এবং বাংলাদেশ সরকার যে সাফাই গাইছে তা কখনো সঠিক নয়।
প্রাণের ভয়ে যেসব রোহিঙ্গা বাংলাদেশে আসছে তাদের সাময়িকভাবে আশ্রয় দিয়ে এবং তারা যাতে মিয়ানমারে নাগরিকত্ব পায় সে ব্যাপারে সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা একটি জাতিগোষ্ঠীকে নির্মূল করে দেয়া কখনো সমর্থন করি না। কারণ, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমাদেরও ভারতে আশ্রয় নিতে হয়েছিল। তখনও কিন্তু যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছেন, তারা বলেছিল- কোনো কিছুই না। এরা (আমরা) শুধু শুধু বাংলাদেশ থেকে পালাচ্ছে।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সহ সভপাতি জেবা খান, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরীন খান প্রমুখ।