Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
লন্ডনে ছেলে তারেক রহমানের কাছে গিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে মন্ত্রব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। শনিবার দুপুরে রাজশাহীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এই মন্তব্য করেন।
নানক বলেন, তারেক রহমান বাংলাদেশে লুটপাট চালিয়েছিলেন। তিনি দেশে রক্তের হোলি খেলেছিলেন। এরপর দেশ থেকে পালিয়েছেন। সেই তারেক রহমানের কাছে গিয়ে বেগম খালেদা জিয়া নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় বসে দেশকে অচল রাষ্ট্রে পরিণত করেছিলেন। সংবিধানকে তিনি বিকৃত করেছিলেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে ‘আগুন সন্ত্রাসী’ নামে পরিচিত। এর বিপরীতে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন একজন মমতাময়ী মানুষ হিসেবে সারা বিশ্বে প্রশংসিত হচ্ছেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছেন, তাদের খাবারের ব্যবস্থা করছেন। আবার নির্যাতন বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করছেন। পরিস্থিতি স্বাভাবিক করে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার আহ্বান জানাচ্ছেন। নিজের এমন ভূমিকায় প্রধানমন্ত্রী এখন সারা বিশ্বে প্রশংসিত হচ্ছেন।
আগামী ১৪ সেপ্টেম্বর রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময় করেন জাহাঙ্গীর কবির নানক। রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। পবার হরিয়ান চিনিকল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই জনসভাকে জনসমুদ্রে পরিণত করার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জাহাঙ্গীর কবির নানক।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিন।
এছাড়াও সভায় রাজশাহী-৪ আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসনের এমপি আবদুল ওয়াদুদ দারা, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি গোলাম মোস্তফা, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি আবদুল ওদুদ বিশ্বাস, নাটোর-৪ আসনের এমপি আবদুল কুদ্দুস, নওগাঁ-১ আসনের এমপি সাধন চন্দ্র মজুমদারসহ বিভাগের বিভিন্ন জেলা পর্যায়ের আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।