রোহিঙ্গা ইস্যুতে গোয়েন্দা নজরদারি অব্যাহত


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


রোহিঙ্গা ইস্যুতে গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

    এ ছাড়া মিয়ানমারের আরাকান রাজ্যে নির্যাতিতদের মধ্যে যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তারা যেন কোনো ধরনের বিচ্ছিন্নতাবাদে জড়িয়ে না পড়ে, সে নজর রাখছে সংস্থাগুলো।

    আজ শনিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম এ কথা বলেন।

    তিনি বলেন, এই সময়ে (রোহিঙ্গ ইস্যু) কেউ উগ্রবাদী অপতৎপরতা চালাচ্ছে কি না- তা আমরা নজরদারি করছি। কারণ এই ইস্যুকে কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করা বা ঝিমিয়ে পড়া জঙ্গিরা আবারও তৎপর হতে পারে।

    মনিরুল ইসলাম বলেন, ‘সরকার তাদের প্রতি মানবিক। তবে আমাদের লক্ষ্য হলো তাদের যেন কেউ জঙ্গিবাদে কাজে লাগাতে না পারে। এমনকি জঙ্গিরা যেন সক্রিয় হতে না পারে সে বিষয়ে আমাদের নজর রয়েছে।

    এর আগে শুক্রবার রাতে ঢাকার নিকুঞ্জ ও খিলক্ষেত এলাকা থেকে নাঈম আহমেদ ওরফে আনাস ওরফে আবু হামজা ওরফে আরিশা কুনিয়া ও আনোয়ার হোসেন নামে নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম ইউনিট। এ সময় তাদের কাছ থেকে ৩০টি ডেটোনেটর (এক্সপ্লোসিভ) ও উগ্রবাদী মতাদর্শের বেশ কিছু বই উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃত জঙ্গিদের বিষয়ে মনিরুল ইসলাম জানান, তারা নব্য জেএমবির সক্রিয় সদস্য। নাঈম আহমেদ ২০১৫ সালে বাশারুজ্জামান ওরফে চকলেটের সঙ্গে একটি বেসরকারি আইটি কোম্পানিতে চাকরি করতেন। দুজন একই সঙ্গে নব্য জেএমবিতে যোগ দেন। আনোয়ার সাভারের হেমায়েতপুরে একটি মোটর গ্যারেজের মালিক। ২০১৫ সালে তিনি কথিত মাস্টারের মাধ্যমে দাওয়াত পান। তার সঙ্গে নব্য জেএমবির সারোয়ার জাহান মানিক, রিপন, নোমান, আল-বানী, ডনদের যোগাযোগ ছিল। নব্য জেএমবির সূরা সদস্যদের পরামর্শে গাড়ি হামলার জন্য তিনি তার গ্যারেজে প্রশিক্ষণের ব্যবস্থা করেন।

    এদিকে মিরপুরে র‌্যাবের অভিযানে নিহত জঙ্গি আব্দুলাহর বিষয়ে প্রশ্ন করলে মনিরুল ইসলাম বলেন, তার বিষয়ে র‌্যাব অনেক তথ্য দিয়েছে। এর পর আর কিছু বলা সমীচীন হবে না।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ