Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
মিসরের নীল নদের তীরবর্তী শহর লুক্সোরের কাছে একটি প্রাচীন সমাধিতে ৩টি মমির সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। মমি ৩টি এক নারী ও তার দুই সন্তানের।
মিসরের রাজধানী কায়রো থেকে ৪০০ মাইল দক্ষিণে লুক্সোরে রাজকীয় স্বর্ণকার আমেনেমহাতের সমাধি থেকে মমি ৩টি পাওয়া যায়। এককালে মিসরীয়দের কাছে বেশ ক্ষমতাশালী দেবতা বলে পরিচিত ছিলেন আমুন। সেই আমুনের স্বর্ণকার ছিলেন আমেনেমহাত।
গণমাধ্যমে বলা হচ্ছে, মমিগুলো সাড়ে ৩ হাজার বছর আগের। মমিগুলো আমেনেমহাত ও তার স্ত্রীর মমির কাছেই অন্য কবরে পাওয়া যায়। তবে আমেনেমহাতের সঙ্গে এই তিনজনের কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, নারীর মমিটি ৫০ বছর বয়সী একজনের। হাড়ের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে ওই নারীর মৃত্যু হয়। তার পাশে শায়িত দুই সন্তানের মধ্যে একজনের বয়স ২০-এর কোঠায়, অন্যজনের ৩০-এর কোঠায়।
মিসরের প্রত্নতত্ত্ববিষয়ক মন্ত্রী খালেদ আল আনানি বলেন, ‘আমরা মমি, কফিন, গয়না, মূর্তিসহ বেশ কিছু জিনিস খুঁজে পেয়েছি। অনুসন্ধানকাজ এখনো শেষ হয়নি।’