নিউজ ডেস্ক.
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বেলায়েত হোসেন (১৯) নামে এক তরুণ বিষপানে আত্মহত্যা করেছে। সোমবার সকালে পৌনে ১২টার দিকে সে মারা যায়। নিহত বেলায়েত উপজেলার উনাইসার গ্রামের জাকির মুহুরির বাড়ির মাহে আলমের ছেলে।
স্থানীয় লোকজন জানান, নতুন মোবাইল ফোন কিনে না দেওয়ায় মা-বাবার সঙ্গে অভিমান করে সোমবার ভোরের দিকে বিষপান করে বেলায়েত। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম জানান, বেলায়েত হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে।

