Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া সমুদ্র সৈকত থেকে আজ সোমবার সকালে এক রোহিঙ্গা কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মিয়ানমার থেকে নৌপথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নৌকাডুবির ঘটনায় নিহত ৯৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক কাঞ্চন কান্তি পাল বলেন, বাহারছড়া সমুদ্র সৈকতে আজ সকালে এক কিশোরীর অর্ধগলিত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করে। পোশাক দেখে নিশ্চিত হওয়া গেছে যে কিশোরীটি রোহিঙ্গা।
গত ২৯ আগস্ট থেকে আজ পর্যন্ত টেকনাফ ও উখিয়ার বিভিন্ন এলাকার নাফ নদী ও সমুদ্র থেকে ৯৪ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে উখিয়া থেকে উদ্ধার করা হয়েছে ৭ জনের লাশ। অন্যান্য লাশ উদ্ধার করা হয়েছে টেকনাফ থেকে।