Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
ক্রীড়া ডেস্ক.
জাতীয় দলের তরুণ তুর্কিদের একজন মোসাদ্দেক হোসেন সৈকত। সম্প্রতি চোখের কর্নিয়ায় ইনফেকশন বেশ ভোগাচ্ছে এ ক্রিকেটারকে। চোখের সমস্যার কারণেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজে খেলতে পারেননি। বাদ পড়েন শেষ মুহূর্তে। তার পরিবর্তে দলে ডাক পান মুমিনুল হক।
অস্ট্রেলিয়া সিরিজ শেষ হয়েছে গেল সাত সেপ্টেম্বর। কিন্তু এখন পর্যন্ত সারেনি মোসাদ্দেকের চোখের ইনফেকশন। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ড পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটাই জানান বিসিবির চিকিৎসক ডাঃ দেবাশীষ চৌধুরী।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মোসাদ্দেকের চোখের সমস্যা এখনও রয়ে গেছে। তাই তাকে থাইল্যান্ড পাঠানো হচ্ছে। দুয়েক দিনের মধ্যেই সে থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে’
ঝুঁকি এড়াতেই জাতীয় দলের এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে থাইল্যান্ড পাঠানো হচ্ছে জানিয়ে বিসিবির এই চিকিৎসক বলেন, ‘ইতিমধ্যে তার ভিসার কাজ শেষ হয়েছে। মঙ্গলবার থাইল্যান্ডের চিকিৎসকের সঙ্গে তার দেখা করার কথা। সেখানে আমাদের পরিচিত চক্ষু বিশেষজ্ঞ আছে। ওর চোখের সমস্যা খুব মারাত্মক নয়, তারপরও আমরা ঝুঁকি নিতে চাচ্ছি না।
অস্ট্রেলিয়া সিরিজের আগে অনুশীলন করতে গিয়ে চোখে আঘাত পান ডানহাতি এই ব্যাটসম্যান। এই আঘাত থাকেই পরবর্তীতে কর্নিয়া ইনফেকশন হয়। থাইল্যান্ডে অবশ্য একা যেতে হচ্ছে না মোসাদ্দেককে। সঙ্গী হিসেবে পাচ্ছেন সানজামুল ইসলামকে। একই সমস্যার কারণে বাঁ-হাতি এই স্পিনারকেও চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠাচ্ছে বিসিবি।
দীর্ঘ নয় বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে চলতি মাসের ১৬ তারিখ দেশ ছাড়ছে বাংলাদেশ দল। সেখানে প্রোটিয়াদের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে এবং দুই টি-টোয়েন্টি খেলবে সাকিব-তামিম-মুশফিকরা।
দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য আগামী দুয়েক দিনের মধ্যেই দল ঘোষণা করবে বিসিবি। কিন্তু এখনও চোখের ইনফেকশন সেরে না ওঠায় দক্ষিণ আফ্রিকা সিরিজেও মোসাদ্দেকের খেলা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত এক টেস্ট, ১৮ ওয়ানডে এবং ছয়টি টি-টোয়েন্টি খেলেছেন তরুণ এই ব্যাটসম্যান।