Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ভবন সরাতে এক বছর সময় চেয়ে করা আবেদনের ওপর শুনানি ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।
বিজিএমইএ সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার জজ আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সোমবার এ আদেশ দেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগে আবেদনটি শুনানির জন্য এ তারিখ ধার্য করা হয়েছে।
এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিজিএমইএর পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী ও ব্যারিস্টার ইমতিয়াজ মঈনুল ইসলাম।
আদেশের পর ব্যারিস্টার ইমতিয়াজ মঈনুল ইসলাম সাংবাদিকদের জানান, এ সময় পর্যন্ত বিজিএমইএ ভবনে সংঠনটির কার্যক্রম পরিচালনা করা যাবে।
গত ১২ মার্চ হাতিরঝিল এলাকা থেকে বিজিএমইএ ভবন সরাতে ছয়মাস সময় বেঁধে দিয়েছিলেন আদালত। সেই হিসাবে আজ ১১ সেপ্টেম্বর সময় শেষ হয়।