Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
বিনোদন ডেস্ক.
ঈদের আলোচিত টেলিছবি ‘বড় ছেলে’। টিভিতে প্রচারের পর থেকে সবার মুখে মুখে এর প্রশংসা। এখন ইউটিউবে হুমড়ি খেয়ে দেখা হচ্ছে এটি। সাধারণ মানুষ তো বটেই, ‘বড় ছেলে’র প্রশংসা করছেন গুণী শিল্পী-কুশলীরাও। এবার এ তালিকায় যুক্ত হলো বিশিষ্ট অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার নাম। এটি দেখে তিনি মুগ্ধ হয়েছেন। মিজানুর রহমান আরিয়ানের চিত্রনাট্য ও পরিচালনায় ‘বড় ছেলে’তে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন অপূর্ব ও মেহজাবিন।
ফেসবুকে তিনি লিখেছেন, ‘শুনলাম ‘বড় ছেলে’ ইউটিউবে প্রায় বিশ লাখ ভিউয়ার্স হয়েছে। আজ (গতকাল) দেখলাম টেলিছবিটি। দেখার পর আশান্বিত বোধ করছি। সুনির্মিত, সুঅভিনীত, গোছানো একটি প্রযোজনা।’
সুবর্ণা মুস্তাফা আরও লেখেন, ‘সাধারণ মানুষের খুবই পরিচিত জীবন-যাপনের গল্প। খুবই আটপৌরে, খুবই বাস্তব। নাটকের প্রতিটি মুহূর্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত এক ধরনের মায়া তৈরি করে। গল্প এগিয়ে যায় সুন্দর। বহুদিন পর একটা নাটক শেষ হবার পর মনে হলো আর একটু হতো।’
পরিচালককে অভিনন্দন জানিয়ে সুবর্ণা মুস্তাফা লেখেন, ‘অভিনন্দন নাটকের প্রতিটি শিল্পী ও কলাকুশলীদের। অবশ্যই অপূর্ব এবং মেহজাবিনকে আলাদাভাবেই ধন্যবাদ দিতে চাই। কাতুকুতু দেওয়া হাসির নাটক, নানা ধরনের গিমিক, এই সব কিছুর মাঝখানে ‘বড় ছেল’ স্বস্তি দিলো। দর্শক আবার প্রমাণ করলো ভালো কে ভালো বলতে তারা সব সময় প্রস্তুত।’
সুবর্ণা মুস্তাফার স্ট্যাটাসে মন্তব্য করে মেহজাবিন লিখেছেন, ‘অনেক ধন্যবাদ ম্যাম। আপনি আমার আদর্শ, আপনার কাছ থেকে এমন মোটিভেশন কথাগুলো আমার ভবিষ্যতে আরো ভালো কাজে উৎসাহ যোগাবে। আমাকে উৎসাহ দেয়ার জন্য আবারো ধন্যবাদ ম্যাম।’
তার স্ট্যাটাসে মন্তব্য করে নির্মাতা মিজানুর রহমান আরিয়ান লিখেছেন, ‘ধন্যবাদ ম্যাডাম। আমি সত্যি আশির্বাদপুষ্ট, আপনার থেকে এমন প্রেরণা পেয়ে। দোয়া করবেন আগামীতেও যেন আরো ভালো কাজ উপহার দিতে পারি।’