Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আব্দুল হালিম লাভলু, সিরাজগঞ্জ থেকে.
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিশ সড়কের কোনাবাড়িতে বৃহস্পতিবার ভোর পাঁচটায় শ্যামলী পরিবহনের একটি কোচ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে উঠে গেছে। সে কারণে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একমুখী লেনে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ নিশ্চিত করেছে।
সরেজমিন সকাল সাড়ে আটটায় কোনাবাড়ি গিয়ে দেখা যায়, কোচটি সড়ক বিভাজনের উপর আটকে আছে। উত্তরবঙ্গগামী বিপরীত দিকের একমুখী লেনে ঝুঁকি নিয়ে উভমুখী যান চলাচল করছে।
বঙ্গবন্ধু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে উত্তরববঙ্গ থেকে ঢাকা অভিমুখী শ্যামলী পরিবহনের একটি কোচ (ঢাকা-ব-১৫-২১৫৯) নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে উঠে যায়।
কোচটি মহাসড়কে আড়াআড়িভাবে আটকে যাওয়ায় ঢাকামুখী যানচলাচল বন্ধ হয়ে যায়। তিনি আরও জানান, যমুনা সেতু পশ্চিশ থানা পুলিশ ও হাটিকুমরুল হাইয়ে পুলিশ যৌথভাবে কোচটিকে সড়ক বিভাজনের উপর থেকে সরিয়ে নেবার কাজ করছে।
তিনি আশা করেন, দ্রুত ঢাকামুখী যান চলাচল স্বাভাবিক হবে। তবে পৌনে বারোটায় কোনাবাড়িতে আবারও গিয়ে এ প্রতিবেদক দেখেন, কোচটি সড়ক বিভাজনের উপর থেকে সরানো যায়নি।