আগামী মাসে সেন্সরে যাচ্ছে ‘বিজলী’


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বিনোদন ডেস্ক.


কলকাতায় ববি অভিনীত ‘বিজলী’ ছবির গ্রাফিক্সের কাজ শেষপর্যায়ে। আগামী মাসের মধ্যে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন ছবির নায়িকা ও প্রযোজক ববি। ছবিটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী। ছবিতে ববির সঙ্গে অভিনয় করেছেন কলকাতার রণবীর।

    ছবি নিয়ে ববি বলেন, ‘একসময় বিষয়টি শুধুই স্বপ্ন ছিল। গল্প ও চিত্রনাট্য নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। এবার শুটিং শেষ করে গ্রাফিক্সের সহায়তায় পর্দায় ফুটিয়ে তোলা হচ্ছে গল্পটি। আমরা ছবির শুটিং অনেক দিন ধরে ধরে করেছি। বাকি কাজগুলোও ভালো করার চেষ্টা করছি। প্রায় দেড় বছর ধরেই এই কাজটিতে সময় দিচ্ছি।’

    ববি আরো বলেন, ‘বাংলাদেশে ছবির মান ভালো না বিষয়টি আমি বিশ্বাস করি না। আমি যতগুলো ছবিতে কাজ করেছি তার প্রায় প্রত্যেকটি ছবি ব্যবসাসফল। আমি মনে করি ভালো ছবি নির্মাণ করলে দর্শক তা টাকা ও সময় খরচ করে দেখবেন। আগে দেখার মতো ছবি তো আমাদের বানাতে হবে। আমি মনে করি ভালো ছবি নির্মাণ করলে শুধু বাংলাদেশ, নয় বিশ্বের অনেক দেশেই তা মুক্তি দেওয়া সম্ভব।’

    ছবিতে ববি ও নবাগত নায়ক রণবীর ছাড়াও অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, আহমেদ রুবেল, শতাব্দী রায় প্রমুখ। সিনেমাটি নির্মিত হচ্ছে ববির প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার থেকে। ছবির চিত্রনাট্য লিখেছেন ভারতের পেলে ভট্টাচার্য।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ