লন্ডনে পাতাল রেলে বিস্ফোরণের ঘটনায় যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক.


লন্ডনে পাতাল রেলে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে ১৮ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করা হয়েছে। কেন্ট পুলিশ আজ শনিবার সকালে ডোভার এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে।

সন্ত্রাসবাদ আইনের ৪১ ধারায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং সে এখন রয়েছে স্থানীয় পুলিশ স্টেশনে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার পারর্সন্স গ্রিনে ওই হামলা হয়।

মেট্রোপলিটন ‍পুলিশের উপ সহকারী কমিশনার নীল বসু বলেন, এই গ্রেফতারের ঘটনা খুবই তাৎপর্যপূর্ণ। তবে সন্ত্রাসী হামলার মাত্রা এখনো ‘চরম’ পর্যায়েই রয়েছে।
-বিবিসি

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ