ধুনটে সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

জিল্লুর রহমান.


বগুড়ার ধুনট উপজেলায় সাপের কামড়ে চন্দনা খাতুন (১০) নামের প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। ধুনট সদরের পার-ধুনট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চন্দনা খাতুন উপজেলার মোহনপুর গ্রামের চান্দু মিয়া’র কন্যা।

পারিবারিক সূত্রে জানা যায়, চন্দনা খাতুন পার-ধুনট গ্রামে নানা কোরবান আলী’র বাড়ীতে থেকে লেখাপড়া করছিল। সে পার-ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। চলতি বছরের পিএসসি পরীক্ষার্থী চন্দনা চলমান মডেল টেষ্ট পরীক্ষায় অংশ নিয়েছে। ঘটনার দিন শুক্রবার সকালে চন্দনা নানার বাড়ীতে খেলাধূলা করছিল। হঠাৎ তাকে বিষধর একটি সাপ কামড় দেয়। এতে সে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। বিষয়টি জানার পর স্বজনরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চন্দনা খাতুন মারা যায়। শনিবার পারধুনট গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

 

 

 

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ