সিরাজগঞ্জে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি.


সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মোছা. আলেয়া খাতুন (১০) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার বেড়া খারুয়া গ্রামে নিজ বাড়ির গরুর গোয়াল ঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আব্দুল কাদেরের মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

বেলকুচি থানার এসআই শামীম রেজা জানান, শনিবার বিকেলে আলেয়া গলায় দঁড়ি পেঁচিয়ে গোয়াল ঘরের তীরে সাথে ফাঁস নেয়। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১০দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে এবং আজ রবিবার সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। তবে, কি কারণে শিশুটি আত্মহত্যা করেছে তা জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ